,

সুজানগরে সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনা সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামে সুদের টাকা না পেয়ে কাশিনাথ হালদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী পাওনাদার।

রোববার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে ও বৃদ্ধকে মারপিট করে প্রতিবেশী পাওনাদার কালাম ও তার শাশুড়ি। নিহত কাশিনাথ ওই গ্রামেরই বাসিন্দা।

পাবনা সুজানগর সার্কেল পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, পাবনা সুজানগর উপজেলার ভবানিপুর গ্রামের কাশিনাথ হালদারের সঙ্গে প্রতিবেশী কালামের অর্থনৈতিক লেনদেন ছিলো। প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায়, নিহত কাশিনাথ প্রতিবেশী কালামের পরিবার কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে ছিলেন। সেই পাওনা টাকার জন্য কালাম ও শাশুড়ি ওই বৃদ্ধকে মারপিট করে।

মারপিটের একপর্যায়ে কাশিনাথ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারে সদস্যরা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা। এসময় পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মিলন হালদার সুজানগর থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর