সকালে শ্রমিক নেতাদের সহায়তায় মহানগর মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে সে। এর আগে, দোষীদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় নিহতের সহকর্মীরা।
শনিবার সন্ধ্যায় সিএনজি অটোরিকশা করে সিলেটের কোর্ট পয়েন্টে নামেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ। এসময় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে মওদুদকে পেটাতে থাকে সিএনজি চালক নোমান হাসনুর ও তার সহযোগীরা। এলোপাথারি আঘাতে নিস্তেজ হয়ে পড়লে তাকে রাস্তায় ফেলে সটকে পড়ে ঘাতকরা।
পরে পথচারীরা মওদুদকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মওদুদকে মৃত ঘোষণা করেন।