বুধবার সিরিয়ার দেইর আল জোর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করেছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানায়, আইএসের সদস্যরা পরিকল্পিতভাবে সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্য বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালায়।