,

সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করায় দলের ক্রিকেটার, কোচ, স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে। মাত্র ২০.৪ ওভারে জয় তুলে নিয়েছে। যা উইকেট এবং ওভারের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

দারুণ এই জয়ে ওপেনার ও অধিনায়ক তামিম হার না মানা ৫০ রানের ইনিংস খেলেছেন। লিটন করেছেন অপরাজিত ৩২ রান। এছাড়া স্পিনার মেহেদি মিরাজ ৪টি এবং নাসুম আহমেদ ৩ উইকেট নিয়েছেন। প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর