,

সিরাজগঞ্জে চৈত্রের তাপদাহে জনজীবন অতিষ্ঠ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: চৈত্রের তাপদাহে সিরাজগঞ্জে মানুষসহ প্রাণীকুল অতিষ্ঠ হয়ে পরেছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় গরমের তীব্রতা বেড়েই চলেছে।

গরমের তীব্রতা সহ্য করতে না পেরে বিভিন্ন প্রাণী পানিতে নেমে দীর্ঘ সময় অবস্থান করছে একটু স্বস্তির আশায়।

গরমে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। অভিভাবকদের অভিযোগ এই গরমে দীর্ঘ সময় মাস্ক পরে ক্লাসে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পরছে। এদিকে বৃষ্টি না হওয়ায় ধান, পাটসহ বিভিন্ন ফসলের চাষের বিঘ্নতায় সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে খেটে খাওয়া দিনমজুররা বেশী বিপাকে পরেছে। চৈত্রের রোদে কিছুক্ষণ কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন তারা।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা চরের কৃষক আব্দুর রাজ্জাক জানান, প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না হওয়ায় জমির আর্দ্রতা নাই যে কারণে জমিতে ফসলের বীজ বপন করতে পারছিনা। যে অবস্থা এতে করে বৃষ্টি না হলে ফসল আবাদ করা যাবেনা। যে জায়গায় গভীর ও অগভীর নলকূপ আছে সেখানে আবাদ করা গেলেও চর এলাকার অনেক এলাকাতেই বৃষ্টি ছাড়া আবাদ করা যাচ্ছেনা।

রিক্সা চালক হাফজ উদ্দিন জানান, গরমের কারণে রিক্সা চালালে অস্থির হয়ে যাই আবার কিছুক্ষণ ছায়ায় বসে আরাম করে আবার গাড়ি চালাতে হয়। এ কারণে আয়ও অনেক কমে গেছে।

এই বিভাগের আরও খবর