বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্ক: সম্প্রতি নিজ পরিবার থেকে পালিয়ে ব্যাংককে এসেছিল সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ (রাহাফ মোহাম্মদ আল-কুনুন)। এক পর্যায়ে সে কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় পায়। এই তরুণীর নিরাপত্তায় একজন সার্বক্ষণিক প্রহরী নিয়োগ দিয়েছে কোস্টি নামের একটি সংস্থা।
কোস্টি হলো টরোন্টো ভিত্তিক একটি শরণার্থী সংস্থা।
কোস্টি’র নির্বাহী পরিচালক জানিয়েছেন, রাহাফের নিরাপত্তায় ২৪ ঘন্টাই একজন প্রহরী নিয়োজিত থাকবে। রাহাফ যাতে স্বাভাবিক জীবন শুরু করতে পারে এবং কখনো নি:সঙ্গ বোধ না করে সেটা নিশ্চিত করতেই এটা করা হয়েছে।
তিনি জানান, রাহাফকে অনলাইনে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়েছে। এ কারণে জীবনশঙ্কা বোধ করছিল সে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছি আমরা।
প্রসঙ্গত, এর আগে রাহাফ ব্যাংককে জানিয়েছিল, সে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। তাই সৌদি আরব ফিরে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
সূত্র : রয়টার্স, দ্য উইক