বিডিনিউজ ১০ রিপোর্ট: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে উত্তরাঞ্চলসহ সারা দেশের রেল বিভাগ ঢেলে সাজানো, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তিতে আইনজীবী পরিবার দিবস উপলক্ষে জেলা আইনজীবী ভবনে মতবিনিময় ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি’র সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু, জেলা ও দায়রা জজ এম এ হাওলাদার রব, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শহীদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসে, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সিনিয়র আইনজীবী ও সাবেক হইপ এ.ই.এম খলিলুর রহমান, খাজা জহুরুল হক ও জেলায়েত হোসেন মোল্লা প্রমুখ।
এ সময় নূরুল ইসলাম সুজন জেলা আইনজীবী সমিতির স্মরণীকার মোরক উন্মোচন করেন। এর আগে, জেলা আইনজীবী সমিতি ভবনের লিফট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।