সাভার উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ডে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক মিঠুন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম মানিক মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে সাভার পৌরসভার প্যানেল মেয়র বলেন, এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করায় উপজেলা প্রেসক্লাবের জন্য মঙ্গল কামনা করছি। প্রেসক্লাবের মহতী উদ্যোগে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক। সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাভার উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. কামরুজ্জামান হিমু। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য শাহাবুদ্দিন মাহাতাব, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, দফতর সম্পাদক সাগর সাহা, নির্বাহী সদস্য রমজান আহমেদ, সাভার সরকারি কলেজের প্রভাষক মো. নূর আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন রবিন, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা শরীফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেমন্তের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মিনন মাহাফুজ, সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্ণা আক্তার, সিনিয়র সহ-সভাপতি শিরিন আক্তার, জয়শ্রী ঘোষ প্রমুখ।
আরও বক্তব্য রাখেন বায়োস্কোপ থিয়েটারের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী, সাভার উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ওয়াহিদ, ইব্রাহিম হোসেন ইশান, জীবন আহম্মেদ, দফতর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম রনি, শরীফুল ইসলাম পাটোয়ারী স্বপন, সুমন আহমেদ, সাভার ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. লিংকন ইসলাম, সাভার পৌর যুবলীগের মো. জাহাঙ্গীর আলম খান, সাভার ইউনাইটেড ক্লাবের যুগ্ন সম্পাদক রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক কাউসার ভূইয়া প্রমুখ। পরে এতিমের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।