রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নজরুল ইসলাম নামে এক সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে মহানগরীর বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলনপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম রাজশাহী জেলা পুলিশে কর্মরত ছিলেন। দাম্পত্য কলহের জের ধরে নজরুল ইসলাম তার স্ত্রী নাছিমাকে মারধর করেন।
এ ব্যাপারে মহানগরীর রাজপাড়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।