সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মনোননয়নপ্রত্যাশী এসএম আতাউল হক দোলন।
তিনি সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য একে ফজলুল হকের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় উঠতে চেয়েছিলেন মোট ১১ জন।
রোববার (২৫ নভেম্বর) এ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলোচিত আ’লীগ নেতা এসএম জগলুল হায়দার।
রোববার রাতেই আতাউল হকের ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাস দেখা যায়। সেই স্ট্যাটাসে তিনি দলের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য কাজ করবেন জানান তিনি।
তার ফেসবুক স্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘আমার ভালবাসার ঠিকানা, আমার প্রিয় জন্মভূমি সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকাবাসী। আসসালামু আলাইকুম। দীর্ঘ পথপরিক্রমায় আপনাদের সাথে আমি ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি।
আপনারা (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের প্রতিটি মানুষ আমাকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছেন। নিজের সন্তান, আপন ভাই ও ঘনিষ্ঠ বন্ধুর মতোই আমার ডাকে সাড়া দিয়েছেন। আমার চাওয়া-পাওয়ার চেয়েও অনেক বেশি আপনারা দিয়েছেন।
আমি সৌভাগ্যবান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার শ্রদ্ধেয় পিতা জনাব একে ফজলুল হক (সাবেক এমপিএ, এমসিএ ও এমপি) মহোদয়কে আপনারা গভীরভাবে ভালোবাসেন।
আপনাদের অকৃত্রিম ভালবাসা ও আকুণ্ঠ সমর্থন আমাকে শিখিয়েছে এ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের প্রতিটি গ্রামই আমার গ্রাম, আমার অস্তিত্বের শেঁকড়।
আমি সর্বাত্বক চেষ্টা করেছি সাতক্ষীরা-৪ আসনের প্রতিটি প্রান্তে গিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনার এবং প্রয়োজনে জনগণের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটানোর।
আপনাদের হাসিমুখ আমার জীবনকে অর্থবহ করে তোলে। তাই বারবার ছুটে গিয়েছি আপনাদের কাছে ছেলে হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, প্রিয়জন হিসেবে।
সাতক্ষীরা-৪ আসনের অধিকাংশ মানুষ যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আকুণ্ঠ সমর্থন দিয়ে পাশে ছিলেন, আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে চেয়েছিলেন আপনাদের উদ্দেশে বলছি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সাথে নিয়ে সাতক্ষীরা-৪ আসনকে এগিয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করেছি।
প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছি, তা হৃদয়ে ধারণ করুন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করুন।
মনে রাখবেন, নৌকার বিজয় মানে শান্তি ও উন্নতি। নৌকার বিজয় মানে মুক্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। তাই নৌকাকে বিজয়ী করতে হবে। সময়ের প্রয়োজনে সব দুঃখ-কষ্ট ভুলে আত্মনিয়োগ করুন নৌকার বিজয়ে।
কারণ নৌকার বিজয় মানেই আমাদের বিজয়। নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন। নৌকার বিজয় মানে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা। সে লক্ষ্যে একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নাই।
যে প্রবল ভালবাসার বন্ধনে আপনারা আমাকে আবদ্ধ করেছেন ইচ্ছা করলেও আপনাদের কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। সারা জীবন এভাবেই আপনাদের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অদূর ভবিষ্যতে সৃষ্টিকর্তা অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ্। আপনাদের ভালবাসায় সিক্ত…
এসএম আতাউল হক দোলন, সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা।’