,

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বিডিনিউজ ১০ ডেস্কউত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লঘুচাপটি শিগগিরই নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়েও রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

লঘুচাপটির অবস্থান সম্পর্কে অধিদপ্তর বলেছে, উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। মঙ্গলবারের (৫ নভেম্বর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এটি। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কি না তা আরও পর্যবেক্ষণের পর বোঝা যাবে।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে (নভেম্বর) বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আর এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর