জেলা প্রতিনিধি, ঝালকাঠি: প্রবীণ সাংবাদিক ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আজীবন সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগান্তরের সাবেক প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু ইন্তেকাল করেছেন।
শুক্রবার রাত ৮.১০ মিনিটের দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)।
শুক্রবার বিকালে তিনি অসুস্থ হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
হেমায়েত উদ্দিন হিমু ৫ বার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা জেলার দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া তার মৃত্যুতে ঝালকাঠি প্রেস ক্লাব, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।