,

‘সরস্বতী প্রতিমা’ ভাঙচুরের অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রাবাসের শিক্ষার্থীদের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তারা। শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সনাতন ধর্মাম্বলীরা জানায়, শনিবার রাত আটটার দিকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় তারা সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজালে বাধা দেয় লাবিব মেসের শিক্ষার্থীরা। এর পরপরই তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায় পাশের বাড়ির একটি সরস্বতী পূজামণ্ডপে। ভেঙে দেওয়া হয় সরস্বতির  বাম হাতের কব্জির অংশ। পরে এই খবর ছড়িয়ে পড়লে সনাতন ধর্মালম্বী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ পলিটেকনিক সাধারণ ছাত্র জোটের এক প্রেস বিজপ্তিতে জানানো হয়, মেসে অবস্থানকারী চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের ছাত্ররা লেখাপড়া করার সময় পাশের সনাতন ধর্মাম্বলীরা উচ্চস্বরে গান বাজানোর সময় তাদের আস্তে বাজানোর অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা মারমুখি হয়। ছাত্রাবাসে হামলা চালিয়ে তাদের এক ছাত্রকে আটকে রেখে মারধর করে। এ ঘটনায় নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ প্রতিমা ভাংচুরের বিষয়টি জানিয়ে অপরাধীদের খুঁজে বের করার অনুরোধ জানান।

তিনি আরও জানান, প্রশাসনের অনুরোধে প্রতিমা বির্সজন দিয়ে পরিস্থিতি আপাতত শান্ত রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, প্রতিমার সামান্য ক্ষতি হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সনাতন ধম্বাবলীদের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর