,

সরকারি সব সেবা পেলেন ২ হাজার শিক্ষানবীশ চালক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ অবহিত করণ ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন বিতরন এবং গ্রহন কার্যক্রমের আওতায় ২ হাজার শিক্ষনবীশকে একদিনেই দেয়া হয়েছে চালক সনদ।

শনিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ও সনদ বিতরণ করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের পরিদর্শক সাঈদ সিদ্দিক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা চত্ত্বরে বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ, ব্যাংকসহ সব বিভাগের সহযোগিতায় হেল্পডেক্স, সত্যায়ন ডেক্স, রক্তেরগ্রুপ সনাক্ত করণ বুথ, মেডিকেল বুথ, ক্যাশ কাউন্টার ও শিক্ষানবিশ লাইসেন্স প্রদান বুথ স্থাপন করে দিনব্যাপী এক ছাতার নিচে এসব সেবা প্রদান করা হয়।
লাইসেন্স গ্রহীতা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী নাহিদা হক ডলি বলেন, ‘দিনের মধ্যে আবেদন করেই শিক্ষানবিশ চালক সনদ পেয়ে আমি খুবই খুশি। এ ধরণের জন কল্যানকর সেবা দিলে প্রশাসনের ওপর মানুষের আস্থা বেড়ে যাবে।’

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াছুর রহমান বলেন,‘ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে এ কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। আমরা ওই ৪ উপজেলায় ১৫ হাজার আবেদন পেয়েছি। প্রত্যেকে শিক্ষানবিশ চালক সনদ দিয়েছি। আজ ২ হাজার লাইসেন্স দিচ্ছি। এটি সেবার ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উম্মুক্ত করেছে। পাশ্ববর্তী জেলার উপজেলা গুলো জেলা প্রশাসক শাহিদা সুলতানার উদ্ভাবিত এ মাডেল অনুসরন করছে।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ঘরে ঘরে সরকারি সেবা পৌছে দেয়া। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এতে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।’

এই বিভাগের আরও খবর