জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে আবু মিয়া নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মনির মার্কেট এলাকা থেকে শুক্রবার গাছটি কাটা হয়। অভিযুক্ত আবু মিয়া উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সরকারি গাছ কাটতে দেখে তারা বন বিভাগ ও পুলিশকে খবর দেন। পরে কেটে ফেলা গাছের তিনটি গুঁড়ি জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
ইউপি সদস্য আবু মিয়া জানান, তিনি তার বাড়ির কাছে একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ওই মসজিদের নির্মাণকাজের জন্য স্থানীয় সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটির সভাপতি বকুল রহমানের সঙ্গে পরামর্শ করে তিনি গাছটি কেটেছেন। তবে বকুল রহমান বিষয়টি অস্ব্বীকার করে বলেন, এভাবে গাছ কাটতে আবু মিয়াকে তিনি পরামর্শ দেননি।
উপজেলা বন বিভাগের নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, গাছটির দাম ২০ হাজার টাকার মতো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।