গোপালগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপ সফল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন। তাই তিনি আজ সংলাপে বসছেন। সব রাজনৈতিক দল এ সংলাপে অংশ নেবে। তিনি জঙ্গি দমন করেছেন। সারদেশকে বিদ্যুতায়িত করেছেন।
সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উদার দৃষ্টিভঙ্গি রয়েছে। তার উদার দৃষ্টিভঙ্গিকে সবাই শ্রদ্ধা করেন। সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এটি উপলব্ধি কবেন। তারা সংলাপের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সহায়তা করে আগামী নির্বাচনে আসবেন।
আগামী নির্বাচন সাংবিধান সম্মতভাবেই অনুষ্ঠিত হবে। সংলাপের মাধ্যমে তারা নির্বাচনে এসে জনগনের রায় গ্রহন করবেন। সংবিধান সম্মত যে,পথ আছে সে পথেই সংবিধান সম্মত সংলাপ হবে। আমাদের সংবিধানে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জে নব নির্মিত এ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের (ইডিসিএল) তৃতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরা বলেন, এর আগে প্রধানমন্ত্রীর সংলাপের আহবানে সাড়া না দিয়ে বিএনপি ভুল করেছে। এখন তারা সে ভুলের খেসারত দিচ্ছে। তারা সংলাপে অংশ নেবে। সফল সংলাপ শেষে নির্বাচনে এসে জনগনের রায় মেনে নেবে।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ-কাশিয়ানী পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন, ৯৫৯ কোটি টাকা ব্যয়ে কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর ওপর কালনা সেতুর নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধন, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের পেনিসিলিন প্রোডাকশন ইউনিটের উদ্বোধন, ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ এফএম বেতাকেন্দ্র, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানা ভবন এবং প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন।
এছাড়া প্রধানমন্ত্রী ৪৭৩ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ এ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থেকে গনভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এরপর এ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল, গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বক্তব্য রাখেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, স্বাস্থ্য, রেল মন্ত্রণালয়ের সচিব, পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।