জেলা প্রতিনিধি, বরিশাল: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে শনিবার দেবীর অধিষ্ঠান হয়।
সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে ছিল ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পূজা। এ সময় বেলতলা কিংবা বেলগাছের নিচে দেওয়া হয় ষষ্ঠীপূজা।
সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস ছাড়াও সব মণ্ডপে থাকবে পুষ্পাঞ্জলি। এর মধ্য দিয়ে মন্দিরগুলোতে উৎসব শুরু হয়েছে। দিনটি উপলক্ষ্যে নগরীতে একটি আনন্দ র্যালি বের করেছে মহানগর পূজা উদযাপন পরিষদ।
রোববার শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে মহাসপ্তমী। সকালে ত্রিনয়নী দেবীদুর্গার চক্ষুদান করা হবে। এর পর সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহীত পূজা অনুষ্ঠিত হবে। এভাবে উৎসব চলবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।
উল্লেখ্য, চলতি বছর বরিশাল বিভাগে ৬ জেলার ৪২ উপজেলায় মোট এক হাজার ৭৬৬টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে বরিশাল নগরীতে ৪৫টিসহ জেলার ৬০০ মণ্ডপ রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বরিশাল পুলিশ।