নিজস্ব প্রতিবেদক: টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন।
শেখ হাসিনা ১৯৮১ সালে ভারতে নির্বাসিত অবস্থায় প্রথমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তখন থেকে প্রতিটি সম্মেলনেই সভাপতি নির্বাচিত হয়ে আসছেন তিনি।
কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক। তাতে সমর্থন দেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং উপস্থিত সব কাউন্সিলর।
নির্বাচন পরিচালনা করেন উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন। নির্বাচন শুরু হাওয়ার আগ পর্যন্ত এই অধিবেশন পরিচালনা করেন স্বয়ং শেখ হাসিনা।
নির্বাচন শুরুর আগে তিনি সভাপতি পদে নতুন কাউকে নির্বাচিত করার আহবান জানালে কাউন্সিলররা এর বিরোধিতা করেন। তারা এ পদে শেখ হাসিনাকেই থাকার অনুরোধ করেন।
এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচিত ঘোষণা হওয়ার পর শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিক্রিয়া তুলে ধরেন।