জেলা প্রতিনিধি, ঝালকাঠি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি এজাহার করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় এজাহার দুটি করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জিবা আমিনা আল গাজী বাদী হয়ে এজাহার দুটি করেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুটি এজাহারই মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলছে।