-
- ইসলাম
- শুদ্ধ জীবনের জন্য তাওবার নামাজ
শুদ্ধ জীবনের জন্য তাওবার নামাজ
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় November, 15, 2020, 6:42 pm
ইসলাম ও জীবন ডেস্ক: গোনাহ মোচনের জন্য সালাতুত তাওবা অত্যন্ত কার্যকরী একটি আমল।
হজরত আবু বকর (রা.) বলেন, আমি রাসূল (সা.)কে বলতে শুনেছি- যখন কেউ গোনাহ করার পর সুন্দরভাবে ওজু করে (জায়নামাজে) দাঁড়িয়ে যায় এবং দু’রাকাত সালাত আদায় করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। (আবু দাউদ-১৫২১)।
সুতরাং যে কোনো গুনাহ হয়ে গেলে আমাদের উচিত, সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ওজু করে একান্ত মনোযোগসহকারে দুই বা চার রাকাত তাওবার নামাজ আদায় করা। এবং দয়াময় আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করা। নিশ্চয় তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। অন্যান্য নামাজের মতো যে কোনো সূরা দিয়ে তাওবার নামাজ পড়া যায়। তাওবার নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই।
এই বিভাগের আরও খবর