,

শিশুর প্রতিভা বিকাশে আর্ট স্কুলের যাত্রা শুরু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘মননে সৃজনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের প্রতিভা বিকাশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘আর্ট স্কুল গোপালপুর’ শাখার উদ্বোধন করা করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে আর্ট স্কুল শাখার উদ্বোধন করেন পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

মাহবুবুর রহমানের সঞ্চালনায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, গোপালপুর ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া আর্ট স্কুল গত ৮ ফেব্রæয়ারি যাত্রা শুরু করে। সেই সময়ে ঘোষণা দেওয়া হয় শিশুদের প্রতিভা বিকাশে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় আর্ট স্কুলের শাখা করা হবে। সেই ধারাবাহিকতায় গোপালপুর শাখার উদ্বোধন করা হলো। বাকি ইউনিয়ন ও পৌরসভায় শীঘ্রই আর্ট স্কুলের শাখা করা হবে।

-সজল সরকার

এই বিভাগের আরও খবর