,

শার্শায় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

শার্শায় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ বাবর আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার চটকাপোতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবর আলী উপজেলার কন্যাদাহ উত্তরপাড়া গ্রামের মৃত দূখে মোড়লের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার চটকাপোতা বাজারে অভিযান চালিয়ে বাবর আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাবর আলীর বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আাদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর