মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। আর ভারি বর্ষণের ফলে চট্টগ্রামসহ পাহাড়ী এলাকায় ভূমিধস হতে পারে। অধিদপ্তর জানায়, শুক্রবার ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আজ ও আগামীকাল শনিবার দেশজুড়ে ভারি বর্ষণ হতে পারে।