,

শনিবারও বৃষ্টির আভাস, বাড়তে পারে গরম

File Photp

জ্যেষ্ঠ প্রতিবেদক: বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের পর এক দিনের ব্যবধানে শুক্রবার দুপুর থেকে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।

নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত থাকতে পারে শনিবারও, তবে এদিন বাড়বে তাপমাত্রা, বাড়বে গরমও।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকা, রাজশাহী, খুলনা,  চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সারাদেশের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামীকালও দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আজকের তুলনায় তাপমাত্রা বেশি হবে।

অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

এই বিভাগের আরও খবর