,

লোহাগড়া মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা গ্রেফতার

বিএনপি নেত্রী সালেহা বেগম

শরিফুল ইসলাম, নড়াইল: নাশকতা পরিকল্পনার মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সালেহা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে লোহাগড়া হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানা পুলিশের ওসি প্রবীর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লোহাগড়া থানার নাশকতা পরিকল্পনার মামলায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সালেহা বেগমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সালেহা বেগম বিএনপির মনোনয়নে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এই বিভাগের আরও খবর