,

লোহাগড়ায় মাশরাফির পক্ষে মিছিল-সমাবেশ

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে এ মিছিল-সমাবেশ হয়।

লোহাগড়ার বঙ্গবন্ধু ক্লাব থেকে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবদুল হাই, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আশরাফুল আলম, যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম ও মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা শেখ সগির উদ্দিন সনেট প্রমুখ।
বক্তারা বলেন, মাশরাফী বিন মোর্ত্তজা যখন নড়াইলের উন্নয়নে ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। তখন এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যকারীদেরকে আইনের আওতায় আনা হোক।

এই বিভাগের আরও খবর