,

লোহাগড়ায় প্রান্তিক কৃষকদরে মাঝে ধানের বীজ বিতরণ

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগড়ায় প্রান্তিক কৃষকদরে মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে।

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এক বছর লোহাগড়ায় প্রান্তিক কৃষকদরে মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে লোহাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক ধান গবেষনা ইনস্টিউিটের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে এ ধানের বীজ বিতরণ করা হয়।

লোহাগড়া পৌরসভার মেয়র মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন লোহাগড়া শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক বিপ্লব রহমানের সঞ্চালনায় ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক কাজী হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাড. কাজী বসিরুল হক, কালিয়ার কলাবাড়িয়া ইউপির চেয়ারম্যান এ্যাড. মাহমুদুল হাসান কয়েস, এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল আলম, লোহাগড়া ইউপি চেয়ারম্যান সিকদার নজরুল ইসলাম, লোহাগড়া বাজার বনিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

পরে লোহাগড়া পৌরসভাসহ ১০ টি ইউনিয়নের ৩ শত ৭৯ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর