,

লিবিয়ার সামরিক বিদ্যালয়ে রকেট হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সামরিক বিদ্যালয়ে চালানো রকেট হামলায় অন্তত ২৮ ক্যাডেটের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি অনলাইন’ জানায়, শনিবার (৪ জানুয়ারি) বিকালে পরিকল্পিতভাবে মর্মান্তিক এ হামলাটি চালানো হয়। এখন পর্যন্ত বিষয়টির বিস্তারিত কিছু জানা না গেলেও জেনারেল হাফতারের অনুসারী বিদ্রোহী সেনারাই এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

হামলার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। প্রকাশিত ভিডিওতে, মৃতদেহগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি এক বিবৃতিতে বলেছেন, আকাশ থেকে চালানো রকেট হামলায় ত্রিপোলির সামরিক বিদ্যালয়ের বেশকিছু ক্যাডেট হতাহত হন। তাদের চিকিৎসার জন্য বর্তমানে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার শুরু থেকেই বিদ্রোহী নেতা জেনারেলের হাফতারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করে আসছে। যা এখনো অব্যাহত আছে।

এই বিভাগের আরও খবর