লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে আজাদ আহমেদ মুন্না (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌর শহরের গণ্ডামারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত ২৪ নভেম্বর বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মুন্না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা মনোয়ারা বেগম।
শুক্রবার সকালে নানাবাড়ির পাশের ডোবায় মুন্নার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
শিশু মুন্নার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা। হত্যা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।