,

লকডাউনে খোলা থাকবে কারখানা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ লকডাউনের সময় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ার প্রেক্ষিতে, এর আগে, গত ৯ এপ্রিল সরকার আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী টানা ৭ দিনের কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নেয়।

এই বিভাগের আরও খবর