,

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা: প্রধানমন্ত্রী

বিডিনিউজ ১০ ডেস্ক: রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারকেই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণভবনে ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সভাপতি অ্যানী মেইন-এর নেতৃত্বে প্রতিনিধিদের দুটি গ্রুপ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ব্রিফিং এ প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, রোহিঙ্গারা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের কারণে স্থানীয় মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে বলে প্রতিনিধিদের জানিয়েছেন শেখ হাসিনা।

আগামী দিনে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর