,

রোহিঙ্গাদের ফেরাতে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্করোহিঙ্গাদের ফেরাতে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে আজ।  ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেবে চীন, মিয়ানমার ও বাংলাদেশ।

ত্রিপক্ষীয় এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিষ্টার লু ঝাওহুই এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী সচিব আয়ই চান।

অতীত অভিজ্ঞতার আলোকে, রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কিছু প্রস্তাব দেবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব জানান, একটি নির্দিষ্ট এলাকা বা গ্রামের বাসিন্দাদের ফেরানোর চেষ্টা করা হবে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থার ওপর তাদের আস্থা ফেরাতে হবে।  বৈঠকে আসিয়ানসহ অন্যান্য আন্তজার্তিক সংস্থাকে এবিষয়ে ভূমিকা রাখার তাগিদ দেবে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর