,

রেল মানুষের কাঙ্ক্ষিত সেবায় এগিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক: রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলখাত এগিয়ে চলেছে, অনেক পরিকল্পনা নেয়া হয়েছে। আশা করা যায়, রেলের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রেলওয়ে মানুষের কাঙ্ক্ষিত সেবায় এগিয়ে যাবে।’

রোববার (১৫ নভেম্বর) রেল দিবস উপলক্ষে রেল ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো রেল দিবস পালন করল।

আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেকেরই ইতিহাস জানার প্রয়োজন‌। ইতিহাস এবং ঐতিহ্যকে না জানলে সামনে আগানো সম্ভব না। দেশে যত প্রতিষ্ঠান আছে এর মধ্যে রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘যে অঞ্চলের ওপর দিয়ে রেল গেছে সেখানে রেল কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে উঠেছে। রেল সামাজিক বিবর্তন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রেখে চলেছে। মুক্তিযুদ্ধের সময় রেল সেক্টরকে পশ্চিমারা অনেক ক্ষতি করেছিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত রেল পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। রেলের প্রতি বিভিন্ন সরকারের ভুলনীতির কারণে এত পিছিয়ে গিয়েছিল।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী রেলের প্রতি গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। তাই আজ রেলখাত এগিয়ে চলেছে। অনেক পরিকল্পনা নেয়া হয়েছে। আশা করা যায় রেলের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রেলওয়ে মানুষের কাঙ্ক্ষিত সেবায় এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু হয়।

এই বিভাগের আরও খবর