,

রাশিয়ায় করোনায় মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্করাশিয়ায় করোনায় একদিনে মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রুশ স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত বছর করোনার প্রাদুর্ভাবের পর দেশটিতে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশের অন্য অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি। আগামী শুক্রবার এই পিটার্সবার্গেই ইউরো-২০২০ ফুটবলের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা।

বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, রাশিয়া করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করছে। ময়নাতদন্তের পর যেসব মৃতদেহে কোভিড-১৯ পাওয়া যাচ্ছে কেবল সেগুলোকেই মৃতের সংখ্যা হিসেবে প্রকাশ করা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন জানিয়েছেন, রাজধানীতে আক্রান্তদের অধিকাংশের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় মস্কোতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজধানীর সব বাসিন্দার জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর