,

রায়পুরে যুবতীর লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়িতে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা মর্গে পাঠায়। নিহত যুবতীর নাম মোসাম্মৎ সুমি আক্তার (২০)। সে উপজেলার চর আবাবিল গ্রামের রহিম আলী দেওয়ানের মেয়ে।

নিহত সুমি আক্তারের মা জানান, প্রতিদিনের ন্যায় আমি ও আমার স্বামী কাজে বের হই। ঘরে মেয়েকে একা রেখে যাই। কাজ সেরে যথারীতি বাড়িতে এসে দেখি ঘরে তালা মারা। মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখি মেয়ের গলায় গামছা পেঁচানো। নাকে মুখে রক্ত। পরে চিৎকার চেঁচামেচির পর প্রতিবেশীরা ছুটে আসলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ব্যাপারে জানতে চাইলে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার পরিদর্শক মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে কিছুই বলতে পারব না। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরিষ্কার বুঝা যাবে।

এই বিভাগের আরও খবর