,

রাতে কলেজছাত্র নিখোঁজের জিডি, সকালে মিলল মরদেহ

জেলা প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় রেললাইনের ওপর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ের পাশ থেকে শুক্রবার সকালে হাসিবুর রহমান সাগরের মরদেহ উদ্ধার করা হয়।

সাগরের বাড়ি বেলপুকুর গ্রামে। তিনি বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

তার বাবা সাহাদ আলী জানান, বুধবার রাত ৮টার দিকে সাগর বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার রাতে সাগরের মা হাসি বেগম বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার ভোরে হাসি বেগম আবার ছেলের খোঁজে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে সামান্য দূরে রেলক্রসিংয়ে লাইনের পাথরের ওপর সাগরের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা বেলপুকুর থানা পুলিশকে খবর দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সাগরের মা জিডি করেন। আর সকালেই মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিআইডিকেও খবর দেয়া হয়েছে।

ওসি বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মরদেহটি রেললাইনে পড়ে থাকায় রেলওয়ের জিআরপি পুলিশ বিষয়টি তদন্ত করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই বিভাগের আরও খবর