,

রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে শুক্রবার

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণে আগামীকাল রবিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এই পরীক্ষাগুলো আগামী শুক্রবার নেওয়া হবে বলে জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে আরো জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে সারা দেশে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণ করছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।

এই বিভাগের আরও খবর