নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রণ হক সিকদার।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তিনি নির্বাচিত হন।
এর আগে, ২৪ আগস্ট থেকে অনলাইনে ভোটগ্রহণ শুরু করে। বৃহস্পতিবার ভোটের ফলাফল প্রকাশ করা হয়। শেয়ারহোল্ডাররা সাধারণ সভায় ৬৪ শতাংশ ভোট দেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তিনজন পরিচালক মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন ও রণ হক সিকদার পদত্যাগ করে পুনঃনির্বাচনে প্রার্থী হন। এরমধ্যে কেবল রণ হক সিকদার শেয়ারহোল্ডারদের মোট ভোটের ৮৭.৮৫ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের আস্থায় নির্বাচিত হন। অপরপক্ষে শেয়ারহোল্ডারদের ‘না’ ভোটে মোয়াজ্জেম হোসেন ও মাবরুর হোসেন ব্যাংকের পরিচালক পদ হারান।
বার্ষিক সাধারণ সভায় অন্যান্য আলোচ্যসূচির মধ্যে ব্যাংকের ২০২১ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করায় ব্যাংকের সব শেয়ারহোল্ডারকে ধন্যবাদ জানান।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন একটি ব্যাংক। এটি বাংলাদেশের সবচেয়ে বড় মূলধনী প্রতিষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার তার মেধা, মনন ও শ্রম দিয়ে ১৯৮৩ সালের ২৩ মার্চ ১০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন এবং ৪০ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন নিয়ে এই ব্যাংকের পথচলা শুরু করেন। বর্তমানে এই ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০ হাজার মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ হাজার ৬৬৪ মিলিয়ন টাকা।
২০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ করদাতা চারটি ব্যাংকের মধ্যে সম্পূর্ণ দেশীয় মালিকানায় প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড সেরা করদাতার সম্মাননায় ভূষিত হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে ন্যাশনাল ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।