বিডিনিউজ ১০, ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাত পরিচয়ে (২৫) এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর থানাধীন সায়েদাবাদের জনপথ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও গেঞ্জি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জনপথ মোড়ে সড়ক পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই যুবক।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।