জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার (১৭ মে) সকালে এখানে পানি রেকর্ড করা হয়েছে ৭.৪৩ সেন্টিমিটার।
এর আগে রোববার (১৬ মে) পানি রেকর্ড ছিলো ৭.২৪ সেন্টিমিটার। তবে বিপদসীমার (১৩.৩৫ সেন্টিমিটার) অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
যমুনা নদীতে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যা হওয়ার কোন আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কারণে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। জুন-জুলাই বর্ষা মৌসুম। এখন থেকে নদীতে পানি বাড়বে ও কমবে এটি স্বাভাবিক ঘটনা।
সিরাজগঞ্জ তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, এই মুহূর্তে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং আরো কয়েকদিন গরম বাড়বে। আজকের তাপমাত্র ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।