সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী গালা ইউনিয়নে যমুনার ভাঙনে চিথুলিয়া ও তারটিয়া গ্রাম বিলীনের পথে। গত ১২ দিনে প্রায় আড়াই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার।
এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার গালা ইউনিয়নের চিথুলিয়া ও তারটিয়া গ্রামে যমুনার পানির স্রোতের তোড়ে এলাকার অনেকাংশ নদী গর্ভে চলে গেছে। প্রতিবছরই এখানে ব্যাপক ভাঙন হয়। কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই। এ এলাকার স্কুল, মসজিদ, মাদরাসা ও কবরস্থান হুমকির মুখে। ভাঙন কবলিত পরিবারগুলো যমুনার তাড়া খেয়ে মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ প্রতিবেশীর বাড়িতে এবং রাস্তার পাশে আশ্রয় নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে।
ভাঙন কবলিত এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, জহুরুল সেখ ও কৃষক রমজান বলেন, গত কয়েক দিনের ভাঙনে আমাদের দুই গ্রামের দুইশ থেকে আড়াইশ ঘরের ভিটে নদীতে চলে গেছে। এভাবে ভাঙতে থাকলে আর কিছুদিনের মধ্যেই দুটি গ্রাম বিলীন হয়ে যাবে। তারা গ্রামগুলোকে রক্ষা এবং ভাঙন কবলিত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান।
গালা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন জানান, গত ক’দিনের ভাঙনের ফলে গালা ইউনিয়নে চিথুলিয়া ও তারটিয়া গ্রামের প্রায় অর্ধেক নদী গর্ভে চলে গেছে। প্রায় আড়াই শতাধিক পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গেছে। কে কোথায় আছে কেউ তা জানে না।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন জানান, যাদের ঘরবাড়ি যমুনায় ভেঙে গেছে তাদের সঠিক তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।