কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বিএনপির দাবি, যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুরের রহমানের নেতৃত্বে লন্ডনীর ওপর হামলা করা হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রমিজ উদ্দিন লন্ডনী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল হক শাহিন জানান, রমিজ উদ্দিন লন্ডনী সাহেব নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুরের রহমানের নেতৃত্বে হামলা করা হয়। মুজিবুরের রহমান নিজেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রমিজ উদ্দিন লন্ডনীকে আহত করেছেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।