,

মৃত্যুর আগেই ‘শ্রাদ্ধ’ করলেন নির্মলেন্দু গুণ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা: কবি নির্মলেন্দু গুণ জীবদ্দশায় নিজের শ্রাদ্ধ করেছেন, যাকে তিনি বলছেন ‘আত্মশ্রাদ্ধ’।

এ উপলক্ষে গত রোববার নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন কবি। এতে আত্মীয়স্বজন ও আশপাশের গ্রামের লোকদের নিমন্ত্রণ করেন। পরে কিছু দানও করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া কবির ভক্ত কাশবন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নারায়ণ কিশোর সরকার বলেন, কবি আত্মোপলব্ধি থেকে নিজ বাড়িতে আত্মশ্রাদ্ধর অনুষ্ঠান করেছেন। অনুষ্ঠানে এলাকার মানুষসহ দূরদূরান্ত থেকে তাঁর ভক্তরা অংশ নেন। কাশবন, সাধুহাটী ও গোবিন্দপুর গ্রামের চার শতাধিক মানুষকে অর্থ সহায়তা করেন কবি। এ ছাড়া সার্বজনীন শ্মশানে গিয়ে তাঁর পূর্বপুরুষ ও শ্মশানে সৎকার করা সবার স্মৃতির উদ্দেশে ফুল দিয়ে ও ধূপদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘আমার জন্মস্থান নিজ বাড়িতে আত্মশ্রাদ্ধ করেছি। জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজে করা যায়। এটাকে আত্মশ্রাদ্ধ বলা হয়ে থাকে। এতে শাস্ত্রীয় কোনো সমস্যা নেই।’

অনুষ্ঠানে কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফকর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আবদুস সাত্তারসহ কবির ভক্ত ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর