,

মুঠোফোনে ব্যস্ত যুবক কাটা পড়লেন ডেমু ট্রেনে

চট্টগ্রাম প্রতিনিধি: রেললাইন ধরে হাঁটছিলেন যুবক শাহীন আলম। কথা বলছিলেন মুঠোফোনে। এ সময় পেছন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন বারবার হুইসেল বাজালেও শুনতে পাননি তিনি। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর ষোলশহর স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম ষোলশহর এলাকার বাসিন্দা।

রেলওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, কানে মোবাইল নিয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন যুবক শাহীন। মোবাইলে কথা বলার কারণে ট্রেনের হুইসেল খেয়াল করেননি তিনি। ট্রেনের ধাক্কায় শাহীন রেললাইন থেকে আনুমানিক ২০-৩০ গজ দূরে ছিটকে পড়েন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ষোলশহর রেলওয়ে ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা গিয়ে শাহীনের লাশ উদ্ধার করে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর