,

মুক্তিযোদ্ধা আলতাফ আর নেই

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা শহরের আলাউদ্দিন শিশুপার্কে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর প্রথম বিজয়ের পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত পোনে ৯টায় মির্জাগঞ্জের নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ৬ কন্যা রেখে গেছেন। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৭ সালের ১৫ জুন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে জন্ম নেন আলতাফ হায়দার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও প্রতিবাদী। নিজ গ্রাম দেউলিতে স্থাপন করেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। এখানেই মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতেন।

মুক্তিযুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বাউফল অঞ্চলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আলতাফ হায়দার।

পরে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভোররাতে পাক হানাদার বাহিনী পরাস্ত হয়ে পালিয়ে যাওয়ার পর ৮ ডিসেম্বর সকালে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আলতাফ হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলার পতাকা ওড়ায়। সাহসীকতার সাথে যুদ্ধে নেতৃত্ব দিয়ে সেক্টর কমান্ডারের কাছ থেকে তিনি ‘হায়দার’ উপাধি পেয়েছিলেন।

এই বিভাগের আরও খবর