জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে দুইটি কেন্দ্রের তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভকেশনালের পরীক্ষার্থী জিসান, প্রভাকরদী দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. হাসিব খন্দকার ও শালিনাবক্স দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ইয়ামিন মোল্লা।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসদুপায় অবলম্বন করার দায়ে দ্বিতীয় পরীক্ষায় মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দুইজন ও সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।