,

মুকসুদপুরে তারেক রহমানের পক্ষে ‘ঈদ উপহার’ বিতরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান।

শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে আসন্ন ঈদুল তির উপলক্ষে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

তিনি নিজস্ব অর্থায়নে শাড়ী, লুঙ্গীসহ এসব ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আছমা খানম, বাটিকামারী ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল মাতুব্বর, মুকসুদপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোহেল সরদার, বিএনপি নেতা হাজী ইব্রাহিম মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরও খবর