,

মুকসুদপুরে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবরে পেয়ে মুকসুদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন যুগান্তরকে জানান, শুক্রবার ভোরে বাটিকামারী বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে রঞ্জিত, সুবল, মিহির সরকার ও মিনু সরকারের দোকানসহ ৯টি দোকান পুড়ে গেছে।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর