,

মিরপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে রংপুর চিড়িয়াখানাও।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ শুক্রবার থেকে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে রংপুর চিড়িয়াখানাও।

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ তারিখে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবিলম্বে বইমেলাসহ সব ধরণের সামাজিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, পর্যটন স্পটসহ সকল ধরণের জনসমাগম বন্ধ এবং সীমিত করার পৃথক পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জনের শরীরে। এটিই একদিনে সর্বাধিক শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১৭ হাজার ৭৬৪।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১০৫।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এই বিভাগের আরও খবর