অভিযুক্তের নাম নুরুল হক। গত বছরের ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার বাসিন্দা বিলকিস বেগম।
বাদীর আইনজীবী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, আদালত মিথ্যা মামলা দায়েরকারী বিলকিস বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২০ অক্টোবর নুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন বিলকিস বেগম। গত বছরের আগস্টে আসামিরা এই মামলায় খালাস পান। এরপর বাদীর বিরুদ্ধে মামলা করেন। নুরুল হক এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কিন্তু অন্য দুই আসামি নজরুল ইসলাম ও ওসমান গণি বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে তাঁরা মুক্তি পান।